1দৈনিক বার্তা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি চক্র দেশে পঁচাত্তর পূর্ববর্তী পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ বৃহসপতিবার সকালে সিলেটের সুরমা নদীতে নির্মাণাধীন কাজির বাজার সেতু পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের সামপ্রতিক পরিস্থিতির জন্য কারা দায়ী এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা ঠিক করে বলা যাচ্ছে না। তবে, একটি অপশক্তি এ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, গুম, খুন ও অপহরণকারীদের কোনভাবেই ক্ষমা করা যাবে না। এসব ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে এখনই অ্যাকশনে যাওয়া উচিত।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।