1নাজিম হাসান/দৈনিক বার্তা : রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয় নামক প্রতিষ্ঠানের স্বঘোষিত ভাইস চ্যান্সেলর (ভিসি) রফিকুল ইসলাম (৪৮) কে আবারো গ্রেফতার করেছে বাগমারা থানা পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে তাকে ওই প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়। এর আগেও কয়েকবার গ্রেফতার করা হয় স্বঘোষিত ভিসি রফিকুলকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারী অনুমোদন ছাড়াই বাগমারা উপজেলার অর্জুনপাড়া বন্ধ হয়ে যাওয়া একটি এবতেদায়ী মাদ্রাসায় পুনরায় সাইন বোর্ড ঝুলিয়ে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন করেনে। ওই প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে চাকরী দেয়ার নামে এলাকার নিরীহ মানুষের সঙ্গে প্রতারনা করে আসছিল। তিনি নিজ নামের পূর্বে ডক্টর জুড়ে দিয়ে তিনি নিজেকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং তাকে জাতিসংঘের মহাসচিব নিয়োগ দিয়েছেন বলে প্রচারনা চালিয়ে যাচ্ছে। এর আগেও তাকে বাগমারা থানা পুলিশ দুইবার আটক করার পর ভ্রাম্যমান আদালত তাকে জেল দেয়। জামিনে জেল থেকে বেরিয়ে এসে আবারও প্রতারনা শুরু করেন। প্রতারনার অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার সকালে মাইকিং করে এলাকার লোকজনকে জমায়েত করার চেষ্টা করে। এলাকার লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনসহ আইন শৃংখলা বাহিনীকে অবহিত  করেন। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ সকাল সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে অর্জুনপাড়া মদিনালাতুন উলুম ইসলামী বিশ্ববিদ্যালয় মাঠে থেকে গ্রেফতার করে। এব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা জানান, স্বঘোষিত ভিসি রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরে রাজশাহীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।