1দৈনিক বার্তা : রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে মো. আব্দুস সাত্তার নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন জানায়, আজ সকালে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় বন্য হাতীর আক্রমণে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে বুধবার মধ্যরাতে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় বন্যহাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়ে। তখন থেকে হাতিগুলো এই এলাকায় বেপরোয়াভাবে তাণ্ডব চালাছিল। সাধারণ মানুষেন ঘর-বাড়ি ভেঙ্গে দিয়েছে। এসময় আব্দুস সাত্তারের ঘরেও আক্রমণ করে বন্য হাতির পালটি। হাতির আক্রমণ থেকে বাঁচার জন্য ঘরের অন্যান্য সদস্যরা পালাতে সক্ষম হলেও আব্দুস সাত্তার পালাতে পারেনি। বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যায় আব্দুস সাত্তার।

এ ব্যাপরে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আলম জানায়, হাতির আক্রমণে একজন মারা যাওয়ার কথা শুনেছি। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।