11দৈনিক বার্তা : পৃথিবীর সবচেয়ে বড় নীল রঙের হীরে উঠল নিলামে৷ নিলাম সংস্থা কিস্ট্রি ২ কোটি ৩৭ লক্ষ ডলারে নিলাম করল এই হীরেকে৷ ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ১৪১ কোটি ২৪ লক্ষ টাকা৷ ১৩.২২ ক্যারেটের এই হীরের নাম ‘দ্য ব্লু’৷ এটি কিনেছেন আমেরিকার এক স্বর্ণব্যবসায়ী হ্যারি উইনস্টন এটি কিনেছেন৷ নিলাম সংস্থা ক্রিস্টি জানিয়েছে এটিই পৃথিবীর সবচেয়ে বড় নীল হীরে৷ তবে এটি কে বিক্রি করছেন তার নাম জানা যায়নি৷ এটি পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট হীরের মধ্যে একটি৷ হ্যারি উইনস্টিন এটি কিনেছেন বলে এই হীরের নাম বদল করে ‘উইনস্টন ব্লু’ রাখা হবে৷ এটি অনেকটা নাসপাতির আকারের৷

সম্প্রতি ১০০ ক্যারেটের একটি হলুদ হীরেও প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল৷ তার আগেও গত নভেম্বরে ক্রিস্টি একটি কমলা হীরেও নিলাম করেছিল, যার জন্য ক্রেতাকে ৩ কোটি ৫৫ লক্ষ ডলার দিতে হয়েছিল৷

বর্তমান বাজারে রঙিন হীরের চাহিদা তুঙ্গে৷ আগে সাদা হীরের চাহিদা বেশি হওয়ায় রঙিন হীরের দাম কম ছিল৷ কিন্তু বর্তমানে রঙিন হীরের চাহিদা ও দাম দুইই বেড়েছে৷