আন্দোলনে শিৰাথর্ীরা, মামলা তুলে না নিলে মেয়ে ফেরত না দেয়ার হুমকী 

অপহরণ -kidnappingদৈনিক বার্তা : ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এইচএসসি পরীৰা কেন্দ্রে যাওয়ার সময় মায়ের সামনে থেকে অপহরণ হওয়া সাবিহা রহমান মিষ্টির পরিবারকে মামলা তুলে নিতে হুমকী দেয়া হচ্ছে৷ মামলা তুলে না নেয়া হলে মেয়েকে ফেরত দেয়া হবেনা বলে জানিয়ে দিয়েছে লিখনের পরিবার৷ এমনকি বাড়াবাড়ি করলে ফল ভাল হবেনা বলেও হুমকী দেয়া হয়৷ আতংকে পরিবারটি অবরম্নগ্ধ হয়ে পড়েছে৷ অপরদিকে সাবিহা রহমান মিষ্টিকে উদ্ধার করতে না পারায় আতংক বিরাজ করছে অন্যান্য শিৰাথর্ীদের মধ্যেও৷

১১ মে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম কলেজের ছাত্রী সাবিহা রহমান মিষ্টিকে অপহরণের তিনদিন পর কানাডা থেকে অপহরণকারী লিখনের খালা পরিচয়দানকারী এক নারী অপহৃত মিষ্টির পরিবারের কাছে ফোন করেন৷ ফোনে তিনি মামলা তুলে নেয়ার জন্যে চাপ দেন৷ আর মামলা তুলে না নিলে মিষ্টিকে ফেরত দেয়া হবেনা বলে জানিয়ে দেন তিনি৷ এসময় মামলা তুলে না নিলে বিপদ বাড়বে বলে হুমকী দেয়া হয়৷ যদিও এর পর থেকে ওই ফোনটি বন্ধ রয়েছে৷ এদিকে এঘটনার পর থেকে পরিবারটি কার্যত অবরম্নগ্ধ হয়ে রয়েছে৷ বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না৷ এমনকি নিজেদের বসবাসের ঘরেও দিনের বেলায়ও তালাবদ্ধ করে রাখছেন তারা৷ অপহৃতের পরিবারের সদস্যরা জানায়, ময়েকে ফেরত নিতে হলে মামলা তুলে নেয়ার পাশাপাশি পুলিশের হাতে আটক অপহরণকারীর বাবাকে ছেড়ে দিতে বলা হয়৷ হুমকীর কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে মিষ্টির পরিবার৷ হুমকীর কারণে বাইরে যেতেও ভয় পায় মিষ্টির পরিবারের সদস্যরা৷ অনেকেই বাড়ীতে আসলেও কেউ সহযোগীতার হাত বাড়াচ্ছে না বলে জানালেন মিষ্টির বোন৷ ভয়ের কারণে ঘর তালাবদ্ধ করে ঘরের মধ্যে অবস্থান করছে পরিবারের সদস্যরা৷ 

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যৰ সরদার মোঃ ইদ্রিস আলী, এঘটনার পর থেকে নারী শিৰাথর্ীদের পাশাপাশি অবিভাবকরাও শংকিত হয়ে পড়েছে৷ অবিলম্বে মিষ্টিকে উদ্ধার করা না গেলে শিৰার্থিদের মধ্য থেকে আতংক দুর হবেনা৷  বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রম্নহুল আমীন জানান, ভিকটিম উদ্ধারে সকল ধরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷ তিনি বলেন অচিরেই মিষ্টিকে উদ্ধার করা সম্ভব হবেনা৷  এরই মধ্যে মিষ্টিকে উদ্ধারে আন্দোলনে নেমেছেন মিষ্টির সহপাঠি ও শিৰাথর্ীরা৷ বৃহস্পতিবার মানববন্ধন থেকে অবিলম্বে মিষ্টিকে উদ্ধার ও অপহরনকারীদের বিচার ও শাসত্মি দাবী করা হয়েছে৷  সচেতন মহলের দাবী, অনতিবিলম্বে প্রশাসন মিষ্টিকে উদ্ধার করে অপহরণকারীদের গ্রেফতারের মাধ্যমে শাসত্মি নিশ্চিত করার৷