P-310দৈনিক বার্তা : গোপালগঞ্জ প্রতিনিধি : বরিশাল থেকে ডাকাতি হওয়া নগদ টাকা, মালামালসহ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে গোপালগঞ্জের পুলিশ৷ এ সময় অভিযুক্ত ডাকাত সৌমেন মিত্রের মা শিখা মিত্র (৫০) ও বোন লক্ষ্মীরানী মিত্রকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে৷ আজ শনিবার দুপুর ১টায় কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামে সৌমেনের বাড়ি অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে৷

কশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, গত ২৭ এপ্রিল বরিশালের আগৈলঝাড়া বাজারের একটি বিকাশ এজেন্টের দোকানে ডাকাতি হয়৷ এ সময় ডাকাতরা নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরা ও মোবাইল ফোন লুটে নেয়৷ এ ঘটনায় ৫/৬ দিন আগে পুলিশ শাহ আলম নামে এক ডাকাতকে গ্রেফতার করে৷ তার স্বীকারোক্তি অনুযায়ী গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশের সহযোগিতায় বরিশাল পুলিশ পদ্মবিলা গ্রামে ডাকাত সৌমেন মিত্রের বাড়িতে অভিযান চালায়৷ পুলিশ ওই বাড়ি থেকে নগদ ২৪ লক্ষ ৬৬ হাজার ৪’শ টাকা, দুইটি ল্যাপটপ, একটি ক্যামেরা ও ১১টি মোবাইল এবং একটি ৩.২ বোর আরমানিজ পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে৷ অস্ত্র রাখার কারনে ডাকাত সৌমেন মিত্রের মা ও বোনকে গ্রেপ্তার করা হয়৷ এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷