ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

দৈনিক বার্তা : নিজস্ব সংবাদদাতা: ঝিনাইদহ :মিছিল ও সমাবেশের মধ্য ঝিনাইদহে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে৷ এ উপলৰ্যে শহরের ভাস্কর্য মোড় থেকে আজ সকালে মহেশপুর পৌর আওয়ামী লীগ একটি মিছিল বের করে৷ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকষলীগের শত শত নেতাকর্মীরা অংশ নেন৷ শহরের প্রধান প্রধান সড়ক প্রদৰিণ শেষে ডাকবাংলোর সামনে গিয়ে মিছিলটি শেষ হয়৷ পরে সেখানে এক সমাবেশে এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর আওয়ামী লীগের ভারাপ্ত সভাপতি অমর কুমার কু-ু, সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু, শরিফুল ইসলাম শরীফ, হাসানুজ্জামান আলীম, কাজী আতিয়ার রহমান, জসিম উদ্দীন, মাজেদুল ইসলাম সুমন, আবদুল জলিল বক্তব্য রাখেন৷  সমাবেশে বক্তারা বলেন, রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দেশে স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করে৷ সমাবেশে আধুনিক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখার জন্যে শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করেন নেতাকর্মীরা৷  বক্তারা আরও বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের পর শেখ হাসিনা গত ৩৩ বছর ধরে বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন৷ তার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে তা তৃতীয় বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে৷