1দৈনিক বার্তা : নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও র‌্যাবের দুই চাকরিচ্যুত কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডে নেয়ায় প্রকৃত সত্য উদঘাটিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রোববার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডে নেয়ায় সত্য উদঘাটন হবে না। আশঙ্কা থেকেই যায়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে রুহুল কবির রিজভী বলেন, নিরপেক্ষ লোকদের দিয়ে যদি তদন্ত না করা হয় তাহলে নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের সত্য উদঘাটন হবে না। সারা দেশে গুপ্ত হত্যার ঘটনায় র‌্যাবকে দায়ী করে রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে সরকার প্রেসনোট দেয়নি।
শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সিরাজগঞ্জের আওয়ামী লীগের সঙ্গে পুলিশ প্রশাসনের এক ধরনের সমঝোতা হয়েছে বলে দাবি করেন রিজভী।