Faridpur May Flower 02মনির/দৈনিক বার্তা : নেই পাতা কিংবা ডালপালা। মাটির নিচ থেকে নিজের অপার সৌন্দর্য নিয়ে ফুঁড়ে ওঠা কলির পরিস্ফুটন ঘটানো ফুলটির নাম মে ফ্লাওয়ার। মে মাস জুড়ে ফুলটি তার সৌন্দর্য বিলিয়ে মিইয়ে যায় ফের। তবে যাবার সময় রেখে যায় পাতা আর কান্ডটি। কিছুদিন পর সেটিও মিলিয়ে যায় মাটিতে পুনঃজন্মের আহ্বানে।
প্রতি বছরের ন্যায় এবছরও ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফুঁটেছে কয়েকটি মে ফ্লাওয়ার। আর কলি অবস্থায় ফোঁটার অপেক্ষায় রয়েছে অর্ধশতাধিক ফুল। প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও জিটিভি’র ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেন জানান, প্রতি বছর মে মাসের প্রথম বা দ্বিতীয় দিনেই ফুঁটলেও এবছর প্রচন্ড রোদের কারণে মাসের মাঝামাঝিতে ফুঁটেছে ফুলগুলো।