2দৈনিক বার্তা : বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে ফুটবলসম্রাট পেলে নিজেকে তুলনা করেছিলেন বেটোভেনের সঙ্গে। দিনকয়েক আগেই আগ্রহ প্রকাশ করে তিনি জানিয়েছিলেন জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড  ‘ওয়ান ডিরেকশন’-এ  যোগ দিতে চান। ফুটবলসম্রাট এবার বিশ্বকাপে হাজির হচ্ছেন গীতিকার হিসেবে।

ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং তৈরি হয়ে গিয়েছে। পিটবুল-জেনিফার লোপেজ-ক্লদিয়া লেইতের গান  বাজারে বেরিয়েছে ৷ আরেকটি থিম সংয়ের গায়ক  রিকি মার্টিন। তারপরও পেলে গান লিখেছেন ৷ পেলের মতে ওই গানগুলোতে নাকি ব্রাজিলের মাটির গন্ধ নেই৷  তিনি বলেন, ‘রিকি মার্টিনের গান  শুনেছি ৷  ভাল লাগেনি। এখন ব্রাজিলিয়ান গান প্রয়োজন।’ পেলে আরও বলেন, ‘জটিলতা ডেকে আনবেন না। সেলেকাওদের সুসময়-দুঃসময়ে সমর্থন জানাতে ব্রাজিলিয়ানদের আহ্বান করুন।’ তাঁর গানটি কেমন ? পেলে বলেন, ‘ আমার গান দলকে অবজ্ঞা না করার আহ্বান করবে মানুষকে।’