2দৈনিক বার্তা : সাতক্ষীরায় পরিবহন ডাকাতির চেষ্টাকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান ও দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে।

সোমবার ভোররাত ৪টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের সাতক্ষীরা সদর উপজেলার ক্রাইমজোন খ্যাত ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শেখ আফাজউদ্দীনের ছেলে পলাশ রহমান (৩৫), সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের আলমগীর হোসেন (৩৬) ও খুলনার ডুমুরিয়া উপজেলার মিরসিসি গ্রামের মোতালেব হোসেনের ছেলে মতিউর রহমান (৩৮)।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা  নিশ্চিত করে বলেন, পরিবহণ ডাকাতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদেরকে আটক করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ পলাশ ও আলমগীরের দাবি, তাদেরকে পাঁচদিন আগে গোয়েন্দা পুলিশ ধরে আনে। সোমবার ভোররাতে ছয়ঘরিয়া এলাকায় চোঁখ বেঁধে তাদেরকে গুলি করা হয়েছে।