2দৈনিক বার্তা : বোকো হারাম জঙ্গিদের ডেরায় আটক ২২৩ জন স্কুলছাত্রীর খোঁজে গুপ্তচর বিমান পাঠিয়েছে ব্রিটেন। ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সের সেন্টিনেল আর-ওয়ান বিমানটি পশ্চিম আফ্রিকার বিভিন্ন এলাকায় তল্লাশির কাজ শুরু করেছে।

এদিকে, প্যারিসে এক বৈঠকে বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নাইজেরিয়া এবং প্রতিবেশী চার দেশের রাষ্ট্রপ্রধানরা। বৈঠকে উপস্থিত ছিলেন আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। অপহৃত ওই স্কুলছাত্রীদের খোঁজে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তারা।

গতকাল রবিবার সকালেই ওয়েডিংটন, লিঙ্কনশায়ারের রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছে গুপ্তচর বিমান, সেন্টিনেল আর-ওয়ান। ঘানার আক্রা থেকে পরিচালিত হবে বিমানটি। অনেক বেশি উচ্চতায় দীর্ঘক্ষণ উড়তে পারে এই বিমান। ব্রিটিশ সেনা নাইজিরীয় সেনার সঙ্গে একযোগে অপহৃত ওই ছাত্রীদের খোঁজ চালাচ্ছে।

১৪ এপ্রিল উত্তর-পূর্ব নাইজিরিয়া থেকে এই ২২৩ জন স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম জঙ্গিরা। কয়েক দিন আগে অপহৃতদের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে বোকো হারাম দাবি জানায়, বিভিন্ন জেলে আটক এই সংগঠনের সদস্যদের মুক্তি দিতে হবে।