1দৈনিক বার্তা : সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফ্লার্ট করার ট্রেন্ড অনেক পুরোনো, কিন্তু প্রথমবার এমন হতে চলেছে যে কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আপনার কাছে এই কাজকে আরও সহজ করে দেবে৷ ফেসবুক তার গ্রাহকদের ফ্লার্ট করার কাজটিকে আরও সহজ করে দিচ্ছে৷

ধরুন ফেসবুকে কাউকে আপনার খুব পছন্দ হল কিন্তু আপনি তার রিলেশনশিপ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না৷ কোন চিন্তা নই আপনি এবার থেকে তাকে সে বিষয়ে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন৷ আর এতেই সাহাজ্য করবে ফেসবুকের নয়া ‘আস্ক’ নামের ফিচার৷ এই ফিচারের মাধ্যমে আপনি তাদের রিলেশন সম্পর্কে জিজ্ঞেস করতে পারবেন যারা এখনও সিঙ্গেল আছেল৷ তবে আপনি তাদেরই প্রশ্ন করতে পারেন যারা আপনার ফ্রেন্ড লিস্টে রয়েছেন৷

আপনার ফ্রেন্ডলিস্টে সামিল লোকেদের মধ্যে যার কাছে আপনি তার রিলেশনশিপ স্টেটাস জানতে চাইবেন তার প্রোফাইলে গিয়ে তার রিলেশনশিপ স্টেটাসের পাশে লেখা আস্ক বটনে ক্লিক করুন৷ এরপরই আপনাকে ওই ব্যক্তিকে একটি ম্যাসেজ করতে হবে সঙ্গে রিলেশনশিপ স্টেটাস বলার জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে৷ এরপর এই রিকোয়েসিট প্রোফাইলের মালিকের কাছে চলে যাবে৷ তার কাছে দুটি অপশন থাকবে, তিনি এটি কেবল আপনাকে জানাতে পারেন বা পাবলিক করতে পারেন৷ নতুন এই ‘আস্ক’ ফিচারের সাহায্যে আপনি কারোর ফোন নম্বর, ইমেল আইডিও জিজ্ঞেস করতে পারেন৷