Gujarat's Chief Minister Narendra Modi greets people as he arrives to  attend an orientation  programme in New Delhiদৈনিক বার্তা : জল্পনা কল্পনার অবসান। আগামী ২৬ মে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর।

এর আগে এদিন সকালে প্রথমে বিজেপি’র সংসদীয় দল এবং তার রেশ ধরে জাতীয় গণতান্ত্রিক মোর্চা বা এইডিএ’র বৈঠকে নরেন্দ্র মোদীকে সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত করা হয়। এর পরে রাষ্ট্রপতি ভবনে যায় বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের নেতৃত্বে এনডিএ’র এক প্রতিনিধি দল এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে সরকার গঠনের দাবিপত্র তুলে দেওয়া হয়েছে। আগামী ২৬ তারিখ মোদী এবং নতুন সরকার শপথ নিতে চায় বলে বিজেপি নেতৃত্বের তরফে জানাও হয়। এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি।