1দৈনিক বার্তাঃ ক্ষুদ্র ও মাঝারী শিল্পের (এসএমই) উন্নয়নে গুচ্ছ (ক্লাস্টার) অর্থায়ন বাড়ানোর জন্য  দেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এসএমই এন্ড স্পেশ্যাল প্রোগ্রামস্ বিভাগের সাথে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই প্রধানদের এক বৈঠকে এ পরামর্শ  দেয়া হয়।

ইতোমধ্যে সারাদেশে সুঁচী, তাঁত, হালকা প্রকৌশল, শুটকী মাছ, লবন, হ্যান্ডলুম, নকসী কাঁথা, জামদানী শাড়ি, কারুপণ্য, বাঁশ ও  বেত শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ,  ডেইরী, ফুলচাষসহ বিভিন্ন শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংক ৫২ এবং এসএমই ফাউন্ডেশন ১৭৭টি ক্লাস্টার চিহ্নিত করেছে। প্রত্যক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ন্যুনতম একটি করে ক্লাস্টারে অর্থায়ন করার তাগিদ  দেয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ ২১ হাজার ৫৩  কোটি টাকার এসএমই ঋণ বিতরণ করেছে। এ বছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৮৮ হাজার ৫৩৭  কোটি টাকা।