11দৈনিক বার্তাঃ কলকাতাসহ রাজ্যের একাধিক জায়গায় অনুভূত হল ভূকম্পন। রাত ৯ টা ৫৪ তে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৬। তবে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ১২ সেকেন্ড স্থায়ী হয় এই ভূকম্পন। ওড়িশা, বিহার, ঝাড়খন্ড ছাড়াও দিল্লিতেও এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। দিল্লিতে ৩২ সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। সমুদ্র তীরবর্তী এলাকায় এই কম্পন বেশি পরিমানে অনুভূত হয়েছে। সামান্য হলেও এই ভূমিকম্পে আতঙ্কিত মানুষ। শহরের বিভিন্ন বহুতল থেকে রাস্তায় বেরিয়ে পড়েছেন মানুষ।

জানা গিয়েছে, ওড়িশার পারাদ্বীপের কাছে বঙ্গোপসাগে এই ভূমিকম্পের উৎসস্থল। সুনামি সতর্কতা জারি করা হয়নি হয়নি এখনও। পারাদ্বীপ থেকে কম্পন শুরু হয়ে, সেই কম্পন ছড়িয়ে পড়েছে, কর্নাটক, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার এমনকি বাংলাদেশেও।