1দৈনিক বার্তাঃ ভারত থেকে চোরাইপথে আসা বিভিন্ন প্রজাতির ৮৫০টি পাখি বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বিজিবি। এগুলোর মধ্যে বিরল প্রজাতির বনপিয়া, লালসাসুনিয়া, দেশি মুনিয়াও রয়েছে।

বুধবার দুপুরে বিজিবি’র খুলনা সেক্টর কার্যালয়ে সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান বন কর্মকর্তা মো. জাহিদুল করিমের কাছে আনুষ্ঠানিকভাবে পাখিগুলো হস্তান্তর করেন। পাখিগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

পাখি হস্তান্তরের সময় খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাখাওয়াত হোসেনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান জানান, বুধবার সকালে ২৩ বর্ডার গার্ড ব্যাটেলিয়ান সদস্যরা যশোর জেলার বেনাপোল উপজেলার খড়িডাঙ্গা এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করে। ওই এলাকার কাঁচা রাস্তা দিয়ে একটি মোটরসাইকেলের পেছনে খাঁচায় ভরে পাখিগুলো নিয়ে আসছিল এক পাচারকারী। এ সময় বিজিবি সদস্যরা ওই পাচারকারীকে আটক করতে গেলে মোটরসাইকেলসহ পাখিগুলো ফেলে পালিয়ে যায় সে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহিদুল করিম জানান, এগুলোর মধ্যে বিরল প্রজাতির বনপিয়া, লালসাসুনিয়া, দেশি মুনিয়াসহ নানা প্রজাতির পাখি রয়েছে। পাখিগুলো ভারত থেকে এনে অন্য দেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে। তবে এখন পাখিগুলো বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।