13দৈনিক বার্তাঃ টেকনোলজির ক্ষেত্রে পৃথিবীর সেরা ব্র্যান্ডের তকমা পেল গুগল। এর আগে এই শিরোপা ছিল অ্যাপেল-এর দখলে। গ্লোবাল মার্কেট রিসার্চ এজেন্সি মিলওয়ার্ড ব্রাউনের সমীক্ষা অনুযায়ী ২০১৪ সালের প্রথম কোয়ার্টারে পৃথিবীর সেরা ১০০টি ব্র্যান্ডের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে গুগল। এ বছর গুগল-এর ব্র্যান্ড ভ্যালু ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৮.৮৪ কোটি ডলারে। ফ্রান্সের এই রিসার্চ এজেন্সির কর্তা বেনোয় ত্রাজে জানিয়েছেন, এই উচ্চতায় পৌঁছানোর ক্ষেত্রে কাজ করেছে গুগল-এর বেশ কয়েকটি পদক্ষেপ যার মধ্যে রয়েছে গুগল গ্লাসের মতো ইনিশিয়েটিভ। রয়েছে বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পদক্ষেপ এবং বিভিন্ন সংস্থার সঙ্গে নানাবিধ পার্টনারশিপ।

এর আগে টানা তিন বছর এই তালিকার শীর্ষে ছিল অ্যাপেল। তবে এ বছর প্রায় ২০ শতাংশ পতন হয়েছে ব্র্যান্ড ভ্যালুতে। বর্তমানে যা এসে দাঁড়িয়েছে ১৪৭.৮৮ কোটি ডলারে। এই তালিকায় তিন নম্বরে রয়েছে আইবিএম, চতুর্থ স্থানে রয়েছে ম্যাক ডোনাল্ডস এবং পঞ্চম স্থানে আছে কোকা কোলা। – ওয়েবসাইট।