1দৈনিক বার্তাঃ সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের ৪১ তম ব্যাচের শিক্ষার্থী ফাতেমা নিহতের ঘটনায় দায়ছাড়া মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার পৌনে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রশাসনের পক্ষ থেকে চোখে পড়ার মতো প্রস্তুতি ছিলনা। কাপড়ে লিখিত/ ডিজিটাল কোন ব্যনারই ছিলনা মানববন্ধনে। সাদামাটা মানববন্ধন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে শিক্ষক শিক্ষার্থীরা। কর্কশিটের উপর লেখা ব্যনারে বিশ্ববিদ্যালয় পরিবার ব্যনারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত এক শিক্ষক জানান, বুধবার রাতেই সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার  মানববন্ধন করবে প্রশাসন কিন্তু প্রশাসন মানববন্ধনে ব্যনার থাকবেনা এটা মেনে নেয়ার মতো নয়। মানববন্ধনের প্রস্তুতি বিষয়ে এক শিক্ষার্থী জানান, শিক্ষকরা আন্দোলনের সময় ডিজিটাল ও কাপড়ে লেখা অনেক ব্যনার ব্যবহার করলে শিক্ষার্থী নিহতের মতো ঘটনায় ব্যনার নেই। সত্যি অবাক করার মতো ঘটনা।

রেজিষ্টার আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার সকালে মানববন্ধন করা হবে বুধবার মধ্যরাতে এমন সিদ্ধান্ত হয়। সকালে মানববন্ধন হবে বলে ব্যনার করা সম্ভব হয়নি।

এদিকে মানববন্ধনে শিক্ষক- শিক্ষার্থীরা ফাতেমার হত্যাকারী পিকআপ ড্রাইভারের  শাস্তি দাবি করেছে।  মানববন্ধনে উপাচার্য ফারজানা ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে স্পীড ব্রেকার ও প্রান্তিক গেটে ওভার ব্রিজ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে প্রতিবাদ অব্যহত থাকবে বলেও তিনি জানান। মানববন্ধনে অন্যন্যদের মধ্য প্রো উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, রেজিষ্টার আবু বকর সিদ্দিক, প্রক্টর অধ্যাপক তপন কুমার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহম্মদ কামরুল আহছান, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক এটিএম আতিকুর রহমান উপস্তিত ছিলেন।