1নাজিম হাসান/দৈনিক বার্তাঃ রাজশাহী মহানগরীতে এক ভূয়া ও কথিত সাংবাদিক জনতার আটক। এরা হলেন, রেডিও পদ্মার পরিচয়ধারী আশরাফুল হক ওয়াসিম(৩৫) ও দিনের আলো এবং নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডট নেটের রাজশাহী প্রতিনিধি নুর মোহাম্মদ চারু(৪৫)। আটককৃতদের বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে। কিন্তু পরে বাদী না থাকায় মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয় বোয়ালিয়া পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে নগরীর শহীদ কামরুজ্জামান কেন্দ্রীয় বাস টার্মিনালে রাজশাহী বিভাগীয় বাস-ট্রাক মালিক শ্রমিক ঐ পরিষদের বিশাল সমাবেশে এসে প্রথমে আশরাফুল হক ওয়াসিম নিজেকে রেডিও পদ্মা ও দিনের আলোর সাংবাদিক পরিচয় দেয়। এরপর ওই সমাবেশে একটু পরেই রেডিও পদ্মার  প্রতিনিধি নাজবুল সেখানে এসে উপস্থিত হয়। এই কথা শুনে সেখানে অন্যান্য সাংবাদিকদের সঙ্গে নিয়ে নাজবুল ভূয়া সাংবাদিক আশরাফুল হক ওয়াসিমকে প্রশ্ন করেন। তখনও সে একই পরিচয় দেয়। পরে তার পরিচয় পত্র দেখতে চাইলে সে কথিত সাংবাদিক নুর মোহাম্মাদ চারু কথা বলে পালিয়ে যায়। সমাবেশ চলাকালীন সময়ে ওই ঘটনার পর ভূয়া সাংবাদিকের কথামত নুর মোহাম্মদ চারু সমাবেশে আসেন। তারপর রেডিও পদ্মার নাজবুলকে থাক্কা মেরে বলেন এই তুই রেডিও পদ্মার বিভাগের প্রধান। নাজবুল না বললেও চারু আবারো তাকে থাক্কা দেয়। পরে বিষয়টি বুঝতে পেরে সমাবেশের শ্রমিকরা কথিত সাংবাদিক চারুর উপরে ক্ষিপ্ত হয়ে পুলিশে দেয়। কিন্তু রেডিও পদ্মার পরিচয়ধারী নুর মোহাম্মদ চারুকে রেডিও কর্তৃপক্ষ অস্বীকার করলেও মূলত রেডিও পদ্মার সোর্স হিসেবে মাঝে মাঝে নিউজ দিতে বলে শিকার করেছেন রেডিও পদ্মার একজন সিনিয়র স্টাফ রিপোর্টার। পরে পুলিশ কোন বাদি না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। তবে রেডিও পদ্মার নাম  ভাঙ্গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারনা করে আসলেও রেডিও পদ্মার কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় রাজশাহীর সাংবাদিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।