2দৈনিক বার্তাঃ  নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে কোন প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ আসনে নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বিসহ অনেকে মনোনয়নপত্র বিক্রয় শুরু হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র ক্রয় করেননি।
গত ৩০ এপ্রিল ভারতের একটি হাসপাতালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম নাসিম ওসমান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এ আসনটি শূন্য হয়। এ আসনে উপ-নির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। গত বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। ২৯ মে পর্যন্ত জমা দেয়া যাবে।
নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নাসিম ওসমান ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় পার্টি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। নাসিম ও শামীমের বাবা এ কে এম সামসুজ্জোহা ১৯৭৩ সালে এই আসনেরই সংসদ সদস্য ছিলেন।