2দৈনিক বার্তাঃ  বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ বলেছেন, ভারতে নতুন সরকার গঠনের পর পররাষ্ট্র নীতি ঘোষণা করবেন। এর ফলে বাংলাদেশের সাথে কুটনৈতিক সম্পর্ক আরা দৃঢ় হবে। একইসাথে তিস্তা চুক্তিসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া নেয়া হবে।
শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে পঙ্কজ শরণ এ কথা বলেন।
তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের বরাবরই সুসম্পর্ক রয়েছে। নুতন সরকারের সঙ্গেও তা অব্যাহত থাকবে।
বেলা এগারটার দিকে পঙ্কজ শরণ তার মা প্রমিলা ভাটেকারকে নিয়ে কুমুদিনী চত্বরে এসে পৌছালে কল্যাণ সংস্থার পরিচালক শ্রীমতি সাহা তাকে স্বাগত জানান। এরপর তিনি কুমুদিনী মিউজিয়াম, হাসপাতাল, নার্সিং স্কুল ও কলেজ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, দানবীর রণদা প্রসাদ সাহার কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমসসহ বিভিন্ন স্থাপনা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম নিদর্শন। যা স্বাস্থ্য ও শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ দুলাল চন্দ্র পোদ্দার ও সহকারী প্রশাসক সৈয়দ হায়দার আলী উপস্থিত ছিলেন।