1দৈনিক বার্তাঃ কোনও চমক দেখা গেল না৷ দলীয় সাংসদের সম্মতিতে ফের কংগ্রেস সংসদীয় দলের নেত্রী নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী৷ শনিবার বৈঠকে বসেছিল দলীয় সাংসদদের নিয়ে গঠিত কংগ্রেস সংসদীয় কমিটি৷ বৈঠকে সংসদীয় দলের সভানেত্রী হিসেবে সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেন মল্লিকার্জুন খারগে৷ প্রস্তাব সমর্থন করেন মহসিনা কিদওয়াই-সহ অন্যান্য নেতারা৷ সংসদীয় দলের সভানেত্রী নির্বাচন হলেও, এদিন সম্ভবত বিরোধী দলনেতা নির্বাচন হচ্ছে না৷
এদিনের বৈঠকে বিজেপির কাছে হারের ঝটকা সামলে দলের সাংসদদের চাঙ্গা করার ভার নিজের হাতে তুলে নিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী৷ বিরোধী হিসেবে কংগ্রেসের ভূমিকা কি হবে, তার একটি খসরা রূপরেখা দেওয়ার চেষ্টা করেন তিনি৷ সোনিয়া বলেন, ‘বিরোধী হিসেবে আমরা বেশ শক্তিশালী৷ গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরতে হবে৷ একসঙ্গে লড়তে হবে৷ হারের ধাক্কায় মুষড়ে পড়া নেতাদের উজ্জীবিত করতে তিনি আরও বলেন, ‘কংগ্রেস এই প্রথম হারেনি৷ এর আগেও কামব্যাক করেছে কংগ্রেস৷
এদিকে সংসদীয় দলের বৈঠকে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নেতৃত্বেই দলের প্রয়োজনীয় পরিবর্তন করা হবে বলে প্রস্তাবও পাশ করিয়ে নেওয়া হয়৷ ফলে কংগ্রেসের মুখ থুবরে পড়ার পর দলে গান্ধী-যুগ অবসানের যে সম্ভাবনা দেখা দিয়েছিল, এদিন তা ফের মাঠে মারা গেল৷