1টিপু সুলতান/দৈনিক বার্তাঃ আখের মূল্য বৃদ্ধি ও চিনিকলে পাওনা টাকা পরিশোধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলার আখ চাষীরা। গতকাল শনিবার সকাল ১০টার সময় কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে তারা। মানববন্ধনে এলাকার তিন শতাধিক আখচাষী অংশ নেন। মানববন্ধন চলাকালে সমাবেশে আখচাষী কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম সহ কৃষকরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তরা আখের মূল্য মণপ্রতি ১৫০ টাকা নির্ধারণের দাবি জানান।
আখচাষীরা অভিযোগ করেন, তারা চিনিকল কর্তৃপক্ষের নিকট বকেয়া কয়েক কোটি টাকা পাবেন। মিলজোনের হাজার হাজার আখচাষী তাদের পাওনা টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেক ঋণগ্রস্থ চাষী ঋণ পরিশোধ করতে না পেরে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। অবিলম্বে তাদের পাওনা টাকা প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আখচাষীরা।