1দৈনিক বার্তাঃ পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকা থেকে মুক্তিপণের দাবীতে অন্তত ৫০ জেলেকে অপহরণ করেছে বনদুস্য আওয়াল ওরফে ছোট বাহিনী। মংলার কালিকাবাড়ি গ্রামের জেলে সমির মন্ডল জানান, শুক্রবার রাতে হাড়বাড়িয়া এলাকায় প্রায় শতাধিক জেলে মাছ শিকার করছিল।

এসময় বনদস্যু আওয়াল বাহিনী ওই জেলে বহরে হামলা চালিয়ে মাছ-জাল লুট করে নেয় এবং মুক্তিপনের দাবিতে সমির মন্ডলসহ ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। শনিবার ভোরে দস্যুরা জেলে সমির মন্ডলকে মুক্তিপণ বাবদ প্রায় অর্ধ লক্ষাধিক টাকা মুল্যের বাজার নিয়ে যাওয়ার জন্য ছেড়ে দেয়।

রে এসে সমির বলেন, বাকী জেলেদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য দস্যুরা তাদের আটকে রেখেছে। এদিকে জেলে অপহরণের বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মংলা) জোনাল কমান্ডার মেহেদি মাসুদ জানান, অপহরণের কথা শুনে ইতিমধ্যে কোস্ট গার্ডের একটি টিম অপহৃত জেলেদের উদ্ধারে ওই এলাকায় অভিযান শুরু করেছে। তবে কতজন জেলে অপহৃত হয়েছে সে ব্যাপারে তিনি নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।