11শেখ সাদি/দৈনিক বার্তাঃ রাজশাহী বিভাগ পরিবহন শ্রমিক মালিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের কারনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় আটকা পড়া যাত্রীবাহী গাড়ি চলাচল শুরু হয়েছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে দুপুর ১২টা থেকে শুধু যাত্রী বোঝাই বাসগুলো ছেড়ে দেয়া হয়। তবে ট্রাক সহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেয়া হয়নি।
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ জানান, ঢাকা থেকে বেশ কিছু যাত্রী বোঝাই বাস রংপুর ও খুলনা বিভাগের উদ্দেশ্যে ছেড়ে আসলেও ধর্মঘটের কারনে বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে সয়দাবাদ সহ আশেপাশের এলাকায় আটকা পড়ে। যাত্রীদের চরম দুর্ভোগের কারনেই মানবিক কারনে আজকের জন্য তাদের বাসগুলো ছেড়ে দেয়া হয়েছে। তবে আগামীকাল থেকে তাদের আর কোন ছাড় দেয়া হবে না।