10দৈনিক বার্তাঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অর্থ বছরের শুরুতেই বাধ্যতামূলকভাবে কর্মপরিকল্পনা প্রণয়ন করে প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম তদারকি করতে সংস্থা প্রধানদের নির্দেশ দিয়েছেন।চলতি অর্থবছরে শিল্পখাতের উন্নয়নে সরকার গৃহিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও সংস্থা প্রধানদের নিয়ে আয়োজিত সভায় সভাপতিহর বক্তব্যে মন্ত্রী এ নির্দেশ দেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, চলতি অর্থবছরের (২০১৩-১৪’) এপ্রিল পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয় জাতীয় গড় অগ্রগতির চেয়ে এগিয়ে রয়েছে।এ সময় পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার ৩২টি প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দের শতকরা ৬০ দশমিক ৩৪ ভাগ ব্যয় হয়েছে। এক্ষেত্রে জাতীয় গড় অগ্রগতির পরিমাণ শতকরা প্রায় ৫৬ ভাগ। গত অর্থবছর একই সময়ে শিল্প মন্ত্রণালয় মোট বরাদ্দের শতকরা ৩১ দশমিক ২৮ ভাগ ব্যয় করতে সক্ষম হয়েছিল।

সভায় শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ শিল্প মন্ত্রণালয়ের উর্ধর্¦তন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা/কর্পোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০১৩-২০১৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অন্তর্ভূক্ত প্রকল্পগুলোর অনুকূলে মোট ২ হাজার ৫২৭ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে রাজস্ব খাতে ৪শ’ ৩৮ কোটি ১৯ লাখ টাকা ও প্রকল্প সাহায্য খাতে ২ হাজার ৮৯ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এ বছরের এপ্রিল পর্যন্ত বাস্তবায়নাধীন প্রকল্পগুলোতে ১ হাজার ৫২৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে বলে সভায় তথ্য প্রকাশ করা হয়।

সভায় জানানো হয়, সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহ্জালাল ফার্টিলাইজার প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। গতকাল ২৫ মে পর্যন্ত প্রকল্পের শতকরা ৮৫ দশমিক ৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের আগেই এ প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

সভায় শিল্পমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় গড় অগ্রগতির চেয়ে এগিয়ে থাকায় মনোতুষ্টির কোনো কারণ নেই।তিনি বলেন, প্রকল্প কাজের গুণগতমান বজায় রেখে যে কোনো মূল্যে শতভাগ অগ্রগতি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি প্রকল্প দলিল প্রণয়নের পাশাপাশি টেন্ডার ডকুমেন্ট তৈরিসহ অন্যান্য কাজ স¤পন্ন করতে প্রকল্প পরিচালকদের নির্দেশ দেন।