1মোস্তাফিজুর রহমান টিটু /দৈনিক বার্তাঃ গাজীপুরে বিয়ের প্রলোভন দিয়ে যুবতীকে ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়াও আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা আসামির উত্তরাধীকারীদের কাছ থেকে আদায় করে আদালতে জমা দেয়ার আদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব এ রায় দেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমতলী গ্রামের আব্দুস সামাদের মেয়ে শিল্পীকে (১৮) বিয়ের প্রলোভন দিয়ে একই উপজেলার বান্দাবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর (২০) অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে শিল্পী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জাহাঙ্গীরকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এর জের ধরে গত ২০১১ সালের ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামী জাহাঙ্গীর মোবাইল ফোনে শিল্পীকে গজারিয়াচালা এলাকার বনের ভিতর ডেকে নিয়ে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন ৫ সেপ্টেম্বর পুলিশ নিহত শিল্পীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা সবুরজান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালিয়াকৈর থানায় জাহাঙ্গীরকে আসামী করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পরের বছর ৩১ মে পুলিশ জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামী জাহাঙ্গীরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ প্রদান করেন। এছাড়া আসামীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ টাকা আসামীর উত্তরাধীকারীদের কাছ থেকে আদায় করে আদালতে জমা দেয়ার আদেশ দেয়া হয়েছে।