101দৈনিক বার্তাঃ   আদালত অবমাননার দায়ে প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার শওকত  হোসেনকে তলব করেছে হাইকোর্ট।আগামী ৩ জুন তাকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আদালত অবমাননার এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট  বেঞ্চ এ আদেশ  দেয়।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন দোলন।তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সিরাজুম মনির।

আইনজীবী জানান, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল বিভাগীয় শহরে মহিলা কারিগরি প্রশিক্ষণ  কেন্দ্র স্থাপন প্রকল্পের ৭৭ জন কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের জন্য ২০১০ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এরপর একই বছরের ৭ এপ্রিল হাইকোর্ট তাদেরকে চাকরিতে স্থায়ীকরণের জন্য আদেশ  দেয়। বিবাদীদের পক্ষ  থেকে আপিল করা হলে ২০১৩ সালের ১ আগস্ট আপিল বিভাগ রিটকারীদেরকে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে নিজ পদে স্থায়ীকরণের আদেশ  দেন।

দীর্ঘদিন পরও আদালতের আদেশ বাস্তবায়ন না করার দায়ে বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করলে আজ এ আদেশ দেন।