11দৈনিক বার্তাঃ কালো টাকা সাদা করার সুযোগ অসাংবিধানিক, অনৈতিক এবং বৈষম্য সৃষ্টিকারী উল্লেখ করে আসন্ন বাজেটে না রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে প্রতিরক্ষাসহ সকল খাতের বাজেট বরাদ্দে অধিকতর উম্মুক্ততা ও স্বচ্ছতার মাধ্যমে সংসদের ভেতরে ও বাইরে আলোচনার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ২০১৪-১৫ সালের জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রদান থেকে বিরত থাকার সরকারি অবস্থানের সংবাদে আমরা আশান্বিত। কোন প্রকার অশুভ চক্রের চাপের মুখে নতি স্বীকার না করে সংবিধানের ২০(২) ধারার সঙ্গে সাংঘর্ষিক এই সুযোগ না প্রদানের জন্য আমরা সরকারকে আবারো আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি। এই অনৈতিক সুযোগ কার্যত অনিয়ম ও দুর্নীতিকে পুরষ্কৃত এবং সততাকে নিরুৎসাহিত করে। এটি একইসঙেগ সরকারকে দুর্নীতির সংরক্ষক এবং সহায়ক হিসেবে উপস্থাপিত করে। ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতিরক্ষা বাজেটের ব্যাপারে বর্তমান চর্চা অনুযায়ী নাম মাত্র প্রকাশিত তথ্যের চেয়ে আরো অধিক জানার অধিকার জনগণের রয়েছে, কারণ জনস্বার্থেই জনগণের অর্থ প্রতিরক্ষা খাতে ব্যয়িত হয়। প্রতিরক্ষা খাতকে ধরা-ছোঁয়ার বাইরের খাত হিসেবে বিবেচনা না করে জাতীয় স্বার্থের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে এ ব্যাপারে মুক্ত আলোচনার সুযোগ তৈরি করতে হবে যেন এ ব্যাপারে অধিকতর জনআস্থা তৈরি হয়। এর ফলে প্রতিরক্ষা ব্যয়ের ব্যাপারে জনসমর্থনও বৃদ্ধি পাবে।