100
File Photo

দৈনিক বার্তাঃ  অপরাধ দমনে সাধারণ জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট  মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন। একইসঙ্গে ইভটিজিং প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশি টহলের কথা জানান তিনি।

মঙ্গলবার  বেলা সাড়ে ১১টায় সিলেট  মেট্টোপলিটন পুলিশের  মোগলাবাজার থানায় ওপেন হাউস  ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা  চেয়ারম্যান আবু জাহিদ, উপজেলার কুচাই ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আবুল কালাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান সোহেল আহমদ ও সাবেক চেয়ারম্যান চুনু মিয়া।

এসএম রুকন উদ্দিন বলেন,এখন থেকে ইভটিজিং প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পুলিশি টহল থাকবে। তিনি বলেন, মাদক নির্মূল পুলিশের কাজ নয়। এর জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রয়েছে। এরপরও যুবসমাজকে অবক্ষয়  থেকে রক্ষায় মাদক নির্মূলে ভূমিকা রাখছে পুলিশ।

বক্তারা বলেন, মোগলাবাজার থানা এলাকার ৫টি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায়ই ইভটিজিংয়ের ঘটনা ঘটছে। ফলে পুলিশি উদ্যোগ প্রয়োজন। এলাকায় গড়ে ওঠা কিছু কলোনিতে অবৈধ কর্মকাণ্ড, গরু চুরির ঘটনা ঘটে বেশি। এসব অপরাধ নির্মূলে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এছাড়া বিসিক শিল্পনগরী ও বাজারকেন্দ্রিক অপরাধ বেশি হওয়ায় বক্তারা  গোটাটিকর বিসিক শিল্পনগরী জালালপুর বাজারে তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বলেন, সিলেট- ফেঞ্চুগঞ্জ সড়কের  মোগলাবাজারে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ  মোতায়েন প্রয়োজন।এছাড়া অপরাধ দমনে রাজনীতির ঊর্ধ্বে থেকে পুলিশকে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার(দক্ষিণ) মুশফিকুর রহমান, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ)  জেদান আল মুছা প্রমুখ।