1দৈনিক বার্তাঃ স্কাইপ এবার নিয়ে এল ভয়েস  ট্রান্সলেটর৷ওয়েব ক্যামের সামনে বসে আপনি কথা বলে চলেছেন আপনার নিজের ভাষায় কিন্তু যার সঙ্গে কথা বলছেন তিনি শুনছেন তাঁর ভাষায়৷ সম্প্রতি স্কাইপের ভাইস প্রেসিডেন্ট গুরদীপ প্যাল কোড টেকনোলজি কনফারেন্সে মাইক্রোসফটের এই  নতুন ট্রান্সলেটরের কথা ঘোষণা করলেন৷পরীক্ষামূলকভাবে ইংরেজি ও জার্মান ভাষায় এই ট্রান্সলেটরটি চালানো হয়েছে বলে জানা গিয়েছে৷ একটা বাক্য বলার পরই  ট্রান্সলেটরটি অন্য ভাষায় অনুবাদ করে নেয়৷ বর্তমানে যদিও এই সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে না৷ অন্যদিকে গুরদীপ জানান, প্রথমে উইন্ডোজ এইটের বিটা অ্যাপ হিসেবে আসবে এই ট্রান্সলেটর৷ চার বছর আগেও একবার ফোনের কথোপকথন অনুবাদের চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে৷ ২০১২ সালে প্রথম চিনের তিনাজিনে মাইক্রোসফট কম্পিউটিং কনফারেন্সে সফটওয়ারের কথা বলা হয়েছিল।ইতিপূর্বে ২০১১ সালে জাপানি থেকে ইংরেজিতে সর্বপ্রথম ভয়েস ট্রান্সলেটর নিয়ে এসেছিল এনটিটি ডোকোমো৷