1দৈনিক বার্তাঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কররেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পায়ে ব্যথা অনুভব করায় বিএনপি চেয়ারপারসন খালেদা আজ খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিতে পারেননি। এদিকে মির্জা আলমগীর রাজধানীর ৮টি স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছেন। সকালে প্রথমে রাজধানী খিলক্ষেতের পল্লীবিদুৎ ভবন থেকে খাবার বিতরণ শুরু করেন। পরে উত্তরার জসীমউদ্দীন রোড, আজমপুর, কুড়িল, বাটারা, বাড্ডা, মহাখালী ও সর্বশেষ কাওরান বাজারে খাবার বিতরণ করেন তিনি। আগামীকালও কাবার বিতরণ কর্মসূচি চলবে।
এদিকে গতকাল প্রায় সারা দিন রাজধানীর অন্তত ২৫টি স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন খালেদা জিয়া। যোগাযোগ করা হলে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলমানবজমিন অনলাইনকে জানান, মুন্সিগঞ্জের সমাবেশের পর গতকাল সারা দিনের কর্মসূচি করতে গিয়ে খালেদা জিয়া ক্লান্ত এবং পায়ে ব্যথা অনুভব করছেন। এ জন্য আজকের কর্মসূচিতে অংশ নেননি।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি।