12দৈনিক বার্তাঃ দেশের চেয়ে ক্লাব ক্রিকেটকে অগ্রাধিকার দিলেন ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার সুনিল নারাইন।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) জানিয়েছে, নারাইন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ফাইনালে খেলাকে বেছে নিয়েছেন। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ মিস করবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার জন্য ১ জুন শেষ সময় সীমা নির্ধারন করে দিয়েছিল ডব্লিউআইসিবি। কিš‘ নারাইন আগামীকালের আইপিএল ফাইনালে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে চেয়েছেন। ফলে নির্ধারিত সময়ে তিনি ও. ইন্ডিজ অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারছেন না।

ডব্লিউআইসিবি জানিয়েছে আগামী ৮-৩০ জুন নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য বিবেচিত হবেন না ২৬ বছর বয়সী নারাইন।

ডব্লিউআইসিবি ক্রিকেট ডিরেক্টর রিচার্ড পাইবাস বলেন, সাম্প্রতিক সৃষ্ট নিয়মানুসারে কোন খেলোয়াড়কে টেস্ট দলের জন্য বিবেচিত হলে অবশ্যই তাকে অনুশীলনে যোগ দান করতে হবে।তবে ডব্লিউআইসিবি জানিয়েছে ডোমিনিকায় আগামী ৫ এবং ৬ জুলাই নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-২০ ম্যাচের জন্য নারাইনকে বিবেচনা করা হবে।