1দৈনিক বার্তাঃ নাইক্ষ্যংছড়ির দৌছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির নিখোঁজ চার সদস্যের সন্ধান পাওয়া গেছে। তারা দৌছড়ি-পাইনছড়ি সীমান্তের গহীন অরণ্যে বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন বলে জানা গেছে। বিজিবি কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে নিখোঁজদের যোগাযোগ হয়েছে। তবে তাদেরকে এখনো উদ্ধার করা যায়নি। তাদের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর করীম। নিখোঁজ বিজিবি সদস্যরা হলেন- ৩১ ব্যাটেলিয়নের হাবিলদার মোতালেব, ল্যান্স নায়েক বাতেন, সিপাহী জাহাঙ্গীর ও আমিনুল। লেফটেন্যান্ট কর্নেল লুৎফর করীম জানান, নাইক্ষ্যংছড়ি থেকে থানছি পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চৌকি বিওপিগুলোতে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ভারি অস্ত্রশস্ত্র- গোলাবারুদের মজুদও বাড়ানো হয়েছে। এর আগে গত বুধবার সকাল ৯ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম দৌছড়ি ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী পাইনছড়ি এলাকায় বিজিবি ক্যাম্পের কাছাকাছি স্থানে এসে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার গার্ড পুলিশ) বিজিপি শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করে। প্রায় ৪৫ মিনিট পর্যন্ত ওই গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমান। মিজানুর গুলিবদ্ধ হয়ে মারা গেলে তার সঙ্গী অন্য চার সদস্য প্রানভয়ে জঙ্গলের পালিয়ে যান।