1দৈনিক বার্তাঃ সুবেদার মিজানুর রহমান। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে নিহত বিজিবির সদস্য। অবশেষে তার মরদেহ অবশেষে হস্তান্তর করা হয়। তবে তার সঙ্গে থাকা অস্ত্র ফেরত পায়নি বাংলাদেশ।

শনিবার সন্ধ্যায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

গত ২৮ মে নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি সীমান্ত এলাকায় বিজিবির টহল টিমকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে বিজিপি। সেই সময় নিখোঁজ হন নায়েক সুবেদার মিজানুর রহমান।

তাকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এসময় তার সঙ্গে থাকা একটি এসএমজি রাইফেল এবং ৪১ রাউন্ড গুলি ছিল।

মরদেহ হস্তান্তরের সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কাছে খোয়া যাওয়া অস্ত্র ও গুলির বিষয়ে জানতে চাইলে সে বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে বলে জানিয়েছে বিজিপি।