21দৈনিক বার্তাঃ আফগান তালেবানদের হাতে বন্দী একমাত্র মার্কিন সেনাকে পাঁচ বছর আটকে রাখার পর মুক্তি দেয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন সার্জেন্ট বোয়ে বার্গডাল সুস্থ আছেন তবে তাকে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাটিতে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। মার্কিন স্পেশাল ফোর্সের হাতে তাকে তুলে দেয়ার পর তিনি মুক্তির আনন্দে কান্নায় ভেঙ্গে পড়েন। গুয়ানতানামো কারাগার থেকে তালেবানদের পাঁচ ঊর্ধ্বতন জঙ্গির মুক্তির বিনিময়ে সার্জেন্ট বার্গডালকে মুক্তি দেয়া হয়। ঐ পাঁচ জঙ্গিকে কাতারে পাঠানো হয়েছে। তবে তারা আগামী অন্তত এক বছর কাতার ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। এই সমঝোতার জন্য কাতারের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যে অভিযান চলছিল তার সমালোচক ছিলেন মি. বার্গডাল। আফগানিস্তানে মার্কিন যুদ্ধনীতিকে সমালোচনা করে তিনি একটি ভিডিও ইন্টারনেটে পোস্ট করেন।

 

 

 

 

 

সেখানে তিনি মন্তব্য করে বলেন এই যুদ্ধ আরেক ভিয়েতনাম অভিজ্ঞতায় পরিণত হতে পারে। বোয়ে বার্গডাল-এর এই মুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন বার্গডালকে কেউ তাকে ভোলে নি; তার পরিবার, তার সহকর্মি এবং তার দেশ। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তার কোনও সেনা সদস্যকে কখনোই যুদ্ধক্ষেত্রে ফেলে আসে না।  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, বন্দিত্ব থেকে মুক্তির পর স্বাভাবিক জীবনে ফেরত আসতে সকল প্রকার সহযোগিতা বার্গডালকে দেয়া হবে।

22
বন্দী অবস্থায় বার্গডাল।