Lionel-Messi-And-Neymar-Barcelona

পিঠে প্রচন্ড আঘাত পেয়ে এবারের মতো বিশ্বকাপ শেষ হয়ে গেছে ব্রাজিল সুপারস্টার ফরোয়ার্ড নেইমারের। তার অসংখ্য ভক্ত এ ঘটনায় মর্মাহত। কেবল তাই নয়। নেইমার মাঠে যাদের সঙ্গে বল নিয়ে দৌড়ান সেই লিওলেন মেসি, মেসুত ওজিল, বাস্তেইন শোয়েনস্টাইগার, পাতোর মতো তারকারা তার প্রতি জানিয়েছেন সহমর্মিতা। আজ মেসির তার অফিসিয়াল ফেইসবুক পেইজে নেইমারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, দ্রুত সেরে ওঠো বন্ধু নেইমার। এদিকে নেইমারের এ ঘটনায় কিংবদন্তি ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনাও উদ্বেগ প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার একটি টেলিভিশনকে ম্যারাডোনা বলেছেন, এটা ভয়াবহ একটা ব্যাপার। কেবল ব্রাজিলের জন্যই নয়, গোটা ফুটবল দুনিয়ার জন্যই এটা উদ্বেগের বিষয়। বিশ্বকাপ হচ্ছে নেইমারের দেশের মাটিতে। গোটা দেশের অনেক প্রত্যাশা ছিল তার ওপর। শনিবার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচের ৮৮ মিনিটে মারাত্মক আঘাত পান তিনি। প্রতিপক্ষের খেলোয়াড় জন জুনিগার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিতে হয়। ফোর্তালেজার স্থানীয় হাসপাতালে নিয়ে পরীক্ষার পর তার কোমরের হাড্ডিতে চিড় ধরা পড়েছে। এতে বিশ্বকাপে আর মাঠে নামতে পারবেন না তিনি। ডাক্তার জানিয়েছেন, অপারেশন করা লাগবে না কিন্তু মাঠে নামার কোন সুযোগ আপাতত নেই।