বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।সরকার জনগণকে বৃদ্ধঙ্গুলি দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, রমজান মাসে দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণ, ভেজালমুক্ত খাদ্যের দাবিতে সিপিবি ও বাসদ আয়োজিত বিক্ষোভ-সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বাসদ সাধারণ সম্পাদক বলেন, ঈদকে সামনে রেখে মানুষের ভোগান্তি অনেক বেড়েছে। খাদ্যে ফরমালিনসহ ভেজালের পরিমাণ কয়েকগুন বেড়েছে। সরকার ভেজালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।

তীব্র যানজটে দেশবাসী এখন নাকাল। দুর্বৃত্তায়িত রাজনীতির কারণেই মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। ২০ রমজানের আগেই শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানিয়ে খালেকুজ্জামান বলেন, শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।