বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন

সাকিব অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে। তার মত এমন অখেলোয়াড় সুলভ আচরণ আর কোন ক্রিকেটার আগে দেখায়নি। তাই তাকে আর কোন ছাড় দিবে না বিসিবি। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এসব কথা বলেন। পাপন বলেন, সাকিবের সিপিএলে খেলতে যাওয়া নিয়ে আমাদের কোন অসন্তোষ নেই। কিন্তু সে পুরো বিষয়টি যেভাবে হ্যান্ডেল করেছে তাতে আপত্তি আছে আমাদের। সে বোর্ডের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করেনি। নিজের ইচ্ছে মত সব কিছু করেছে। কোচের সঙ্গে বাজে কিছু হয়েছে বলেও খবর পেয়েছি আমি। এরকম অখেলোয়াড় সুলভ আচরণ আমরা আগে আর কারোও কাছ থেকে পাইনি। তাই বোর্ড ওকে আর ছাড় দিবে না। ওর কোনরকম ঔদ্ধত্য মেনে নেয়া হবে না। সাকিবের কি ধরণের শাস্তি হতে পারে সে বিষয়ে পাপন বলেন, কোন ক্রিকেটার যদি ভেবে বসে যে তাকে আমরা বাদ দিতে পারবো না। তবে সেটা তার ভুল ধারণা। সাকিবের কি শাস্তি হবে সেটা নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে ৭ তারিখের বোর্ড সভার পরই সব জানতে পারবেন।