bgb
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেণীপুর সীমান্তে ভারতের দখলে থাকা ৭৫ বিঘা জমি ফেরত পেল বাংলাদেশ। শনিবার বেলা ১২টায় ফেরত পাওয়া জমির পাশেই বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান বলেন, আলোচিত ৭৫ বিঘা জমি বাংলাদেশের হলেও দীর্ঘ ৬৬ বছর ধরে সেটি ভারতের দখলে ছিল। প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে আলাপ আলোচনার পর জমিটি ফেরত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক আবু সাঈদ, ৬-বিজিবির অতিরিক্ত অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী ও জীবননগর এসি ল্যান্ড কামাল হোসেন।