Sheikh-Hasina-41

দৈনিক বার্তা – পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের বরাদ্ধ বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন কারণ ছাড়াই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরের শেষ দিন বাতিলের কথা জানায়, যা বোর্ডেও অ্যাপ্রুভ হয়নি। কোনো একটা বিশেষ মহল, আমাদের দেশেরও কিছু লোক এবং আমেরিকার প্ররোচনায় এটা বাতিল করল। রোববার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। শেখ হাসিনা বলেন, অথচ যখন প্রজেক্ট হাতে নেই, বিশ্বব্যাংক যখন বিশাল অর্থ নিয়ে আসল। তারা খুব বেশি উৎসাহ দেখাল। শেষ মুহূর্তে প্রেসিডেন্ট বাতিল করে দিল, বলল দুর্নীতি হয়েছে। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে মনে করলাম। কী কী ডকুমেন্ট আছে, আমাদের দেখান। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট একটা কাগজ দেখালেন। আমি বললাম এটা তো বিগত সরকারের আমলের। মন্ত্রীও আমার না। সেটা ছিল ঢাকা-ময়মনসিংহ চার লেনের কাজের। যে কারণে আমরা নিজস্ব অর্থায়নে শুরু করি। যদি বসে থাকতাম জীবনেও শুরু করতে পারতাম না। পদ্মা সেতু নতুন একটা ইউনিট হবে উলে।লখ করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মার কাজ সঠিক সময়ে শেষ করতে চাই। আর কোন বাধা নয়। বাংলাদেশ পারে, পারবে। অন্যের উপর কেন নির্ভরশীল থাকতে হবে। যদি বিজয় অর্জন করতে পারি, সামান্য একটা ব্রিজ তৈরি করতে পারব না। এটা কথা হলো? অনেক চড়াই উৎরাই পেরিয়ে কাজ শুরু করেছি, সেটা শেষ করতে হবে।