Kaligonj MP Pic-2

দৈনিক বার্তা –ঝিনাইদহের কালীগঞ্জে ৩৩৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে৷গতকাল সোমবার দুপুওে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত রোপা আমন ধান চাষে কৃষক প্রনোদনায় কর্মসূচির আওতায় ৰুদ্র ও প্রাপ্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়৷  কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) দেব প্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারম্নল আজীম আনার৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, উপজেলা কৃষক লীগ সভাপতি লুত্‍ফর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, কৃষক আব্দুস সামাদ প্রমুখ৷ 

অনুষ্ঠানে ৩৩৫ জন কৃষককের প্রত্যককে ৫ কেজি করে উবসী বীজ, ১০ কেজি নেরিকা জাতের বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার বিনামূল্যে প্রদান করা হয়৷ 

টিপু সুলতান কালীগঞ্জ