hijack-ছিনতাই

দৈনিকবার্তা- নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৭ জুলাই : গাজীপুরে তিন দিনের ব্যবধানে আবারো সোমবার গুলি করে ছিনতাইকারীরা এক পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতার ১ কোটি ৩৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে৷ তবে এ ঘটনা নিয়েও পুলিশের সন্দেহ দেখা দিয়েছে৷  গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ডমিল এলাকার নিট ফ্যাশন ওয়্যার লিমিটেড পোশাক কারখানার এইচআরবিভাগের সহকারী ম্যানেজার রম্নবেল বকাউল জানান, সোমবার বিকেলে কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ডমিল এলাকার নিট ফ্যাশন ওয়্যার লিমিটেড পোশাক কারখানার স্টাফদের বেতন ভাতা দেওয়ার জন্য ১ কোটি ৩৩ লাখ টাকা একটি বসত্মায় ভর্তি করে একটি মাইক্রোবাস যোগে এক বিদেশীসহ কারখানার তিন কর্মকর্তা আশুলিয়ার জামগড়া এলাকার মূল কারখানা থেকে পূর্বচন্দ্রা এলাকার কারখানায় নিয়ে যাচ্ছিলেন৷ পথে মাইক্রোবাসটি কালিয়কৈরের সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের পূর্বচন্দ্রা বোর্ডমিল কবরস্থান (পাশা গেইট) এলাকায় পেঁৗছলে ৩টি মোটর সাইকেল নিয়ে ৬ জন সশস্ত্র যুবক এসে মাইক্রোবাসের গতিরোধ করে৷ এসময় তারা মাইক্রোবাস চালকের মাথায় পিসত্মল ঠেকিয়ে অন্য কর্মকতর্াদের কাছ থেকে টাকা ভর্তি বসত্মা ছিনিয়ে নিয়ে ফুলবাড়িয়ার গজারী বনের দিকে পালিয়ে যায়৷ পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা কয়েক রাউন্ড ফাঁকাগুলি বর্ষন করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে৷ 

কালিয়াকৈর থানার এসআই সজিব খান জানান, পোশাক কারখানার ১ কোটি ৩৩ লাখ টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ তবে সন্ধ্যায় এ রিপোর্ট লিখা পর্যনত্ম পুলিশ ছিনতাইকারীদের আটক বা ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে পারে নি৷ এঘটনায় মাইক্রোবাসের চালক হান্নানসহ কারখানার ওই ৩ কর্মকতর্াকে পুলিশ থানায় জিজ্ঞাসাবাদ করছে৷  কালিয়াকৈর থানার ওসি মুহাম্মদ ওমর ফারম্নক বলেন, ছিনতাইয়ের ঘটনার ব্যাপারে তদনত্ম করা হচ্ছে৷ বাজার এলাকায় জনসাধারনের মাঝে প্রকাশ্যে এ ছিনতাইয়ের ঘটনা ও টাকার পরিমান নিয়ে সন্দেহ রয়েছে৷ তবে ঘটনার পর পরই কালিয়াকৈর উপজেলার বিভিন্ন সড়কে মোটর সাইকেল তলস্নাশী চালানো হচ্ছে৷ 

উলেস্নখ্য, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি হরিণাচালাস্থিত ঐশী উল ওয়ার সোয়েটার ফ্যাক্টরির ফ্যাক্টরির শ্রমিকদের বেতন-ভাতা বাবদ ১৫ লাখ ২১ হাজার টাকা রিঙ্াযোগে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার সময় কোনাবাড়ি এলাকায় ছিনতাইকারীরা গুলি করে টাকা ছিনিয়ে নেয়৷ ওই ছিনতাইয়ের ঘটনা নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে৷ 

মোসত্মাফিজুর রহমান টিটু 
নিজস্ব সংবাদদাতা, গাজীপুর৷