gold-2-wb_1

দৈনিক বার্তা – ঢাকা, ৮ জুলাই, ২০১৪ : বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা আজ হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে পৃথক দুই ঘটনায় দুজন বিমানযাত্রীর কাছ থেকে প্রায় ১০ কেজি ওজনের ৮৩টি সোনার বার উদ্ধার করেছেন। এই দুজন বিমানযাত্রীকে আটক করা হয়েছে। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা শাখার সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বাসসকে জানান, উদ্বারকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।  আটককৃতরা হলেন, মো: আলাউদ্দিন (৩১) ও শাহীন।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ সুত্রে জানা যায়, দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এই বিমানের যাত্রী মো: আলাউদ্দ্নি তার মালামাল নিয়ে গ্রীন চ্যানেল দিয়ে বের হবার চেষ্টা করেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। পরে তার সাথে থাকা ব্যাগ ও তার দেহ তল্লাশী করে ৭ কেজি ৪শ’ ৬৪ গ্রাম ওজনের ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় তাকেও আটক করা হয়।  অপরদিকে কাস্টমস কর্মকর্তারা মঙ্গলবার সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা অপর একটি ফ্লাইটের যাত্রী শাহীনের কাছ থেকে ১৯টি সোনার বার উদ্বার করেছেন। এই যাত্রীর বাড়ি চট্টগ্রামে। আটক দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।