golden ball nominee

দৈনিক বার্তা –ব্রাজিল বিশ্বকাপ ফাইনালের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে৷ রোববার মারাকানায় আর্জেন্টিনা-জার্মানির লড়াইয়ে চোখ থাকবে ফুটবলবিশ্বের৷ গত এক মাসের লড়াইয়ে বিশ্বকাপ কার হাতে উঠবে, অপেক্ষা আর মাত্র ২৪ ঘণ্টার৷ এই ট্রফি ছাড়াও আর এক ট্রফি গোল্ডেন বলের জন্য প্রহর গুনছে মেসি, রবেন, নেইমার, মুলার ভক্তরা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় অর্থাৎ গোল্ডেন বল-এর দৌড়েও আধিপত্য ফাইনালের দুই দল জার্মানি ও আর্জেন্টিনার৷ শুক্রবার রাতে ফিফা ঘোষিত ১০ জনের তালিকায় সোনার বলের দৌড়ে রয়েছেন জার্মানির চার এবং আর্জেন্টিনার তিনজন খেলোয়াড়৷ এছাড়া ব্রাজিল, কলম্বিয়া এবং নেদারল্যান্ডের একজন করে দৌড়ে সামিল৷

ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ এই সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। অ্যাডিডাস গোল্ডেন বল বিজয়ীর নাম ঘোষণা করা হবে রোববারের ফাইনালের পর। সেরা গোলকিপার নির্বাচিত হয়ে ‘গোল্ডেন গ্লোব’ জেতার অন্যতম দাবিদার জার্মানির ম্যানুয়েল ন্যুয়র, আর্জেন্টিনার সের্জিও রোমেরো এবং কোস্টারিকার ক্লেয়র নাভাস৷ গোল্ডেন বলের জন্য নির্বাচিত দশ জনের মধ্যে থেকে একজনকে বেছে নেয়া হবে৷ জার্মানির চার খেলোয়াড় হলেন- টুর্নামেন্টে পাঁচটি গোল করা জর্মান স্ট্রাইকার থমাস মুলার, মিডফিল্ডার টনি ক্রুস, রাইট-ব্যাক ফিলিপ ল্যাম এবং ডিফেন্ডার ম্যাটস হুমেলস৷ আর্জেন্টিনার তিনজনের মধ্যে রয়েছেন- চারটি গোল করা অধিনায়ক লিওনেল মেসি, উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া এবং মিডফিল্ডার জ্যাভিয়ার ম্যাসচেরানো৷ তবে, গোলের বিচারে মেসি-মুলারদের পিছনে ফেলে দিয়েছেন কলম্বিয়ার জেমস রডরিগ্রেজ৷ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ছ’টি গোল রয়েছেন কলম্বিয়ার মিডফিল্ডার রডরিগেজ৷ মেসি-মুলার-রডরিগেজের সঙ্গে সোনার বল হাতে নেয়ার দৌড়ে রয়েছে নেদারল্যান্ডের আর্জেন রবেন এবং ব্রাজিলের নেইমার৷ তিনটি গোল করে ডাচদের সেমিফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন রবেন৷

ব্রাজিলের কোচ ফিলিপ স্কোলারির মতে, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রবেনই৷ কোয়ার্টার ফাইনালে মেরুদণ্ডে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নেইমারও সোনার বল পাওয়ার অন্যতম দাবিদার৷ চারটি গোল করেছেন তিনি৷ গত বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সোনার বল পেয়েছিলেন উরুগুয়ের দিয়েগো ফরল্যান৷ এর আগের বিশ্বকাপগুলোতে গোল্ডেন বল জিতেছিলেন পাওলো রস্সি, দিয়েগো মারাদোনা, সালভাতোরে স্কিলাচ্চি, রোমারিও, রোনালদো, অলিভার কান, জিনেদিন জিদান।