Marcia Stephens Bloom Bernicat

দৈনিক বার্তা – বাংলাদেশে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশের ৫ জানুয়ারির সংসদীয় নির্বাচন নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ ছিল৷ রাজনৈতিক দলগুলোকে জরুরি ভিত্তিতে গঠনমূলক সংলাপে অংশগ্রহণ করা দরকার বলে মনে করেন তিনি৷ যুক্তরাষ্ট্র সিনেট পররাষ্ট্র সম্পর্ক কমিটির সামনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন৷ শুক্রবার আমেরিকান দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়৷

মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেন, তাকে রাষ্ট্রদূত হিসেবে নিশ্চিত করা হলে তিনি বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র শক্তিশালী করতে কাজ করবেন৷ সিনেট কমিটির চেয়ারম্যান সদস্যদের উপস্থিতিতে দেয়া বক্তব্যে ব্লুম বার্নিকাট বলেন, জনসংখ্যার বিচারে বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র ও তৃতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ তার রক্ষণশীল, ধর্মনিরপেক্ষ ও বহুতাত্তি্বক ঐতিহ্যের জন্য সুপরিচিত৷ বাংলাদেশ একটি মধ্য আয়ের রাষ্ট্র পরিণত হওয়ার আকাঙ্কা পোষণ করে৷ প্রবৃদ্ধির পথে এগিয়ে চলা ভারত ও সদ্য উন্মুক্ত হতে চলা বার্মার মাঝে কৌশলগত অবস্থানে অবস্থিত বাংলাদেশ৷

যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশে শ্রম অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তা এখনও উচ্চ প্রাধিকারপ্রাপ্ত বিষয় হিসেবে বিবেচ্য৷ রানা পস্নাজা ভবন ধ্বস বা তাজরীন ফ্যাশনস্ কারখানা অগি্নকাণ্ডের মতো হৃদয়বিদারক ঘটনা আর না ঘটে সেটা বাংলাদেশিদের নিশ্চিত করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ৷ যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় বাংলাদেশ তার পোশাক খাতের রূপান্তরে অগ্রগতি সাধন শুরু করেছে৷ আমার নিয়োগ চূড়ান্ত হলে আমি বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তার উন্নয়ন ও শ্রমঅধিকারের প্রতি শ্রদ্ধা জোরদার করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টাসমূহকে সক্রিয়ভাবে আরও এগিয়ে নিয়ে যাব৷

তিনি বলেন, ৫ জানুয়ারির সংসদীয় নির্বাচন নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ ছিল এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে জরুরি ভিত্তিতে গঠনমূলক সংলাপে অংশগ্রহণ করা দরকার যা আরও প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের দিকে এগিয়ে যাবে৷ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর আক্রমণ, রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন৷ আমার নিয়োগ চূড়ান্ত হলে, আমি বাংলাদেশে জবাবদিহিতার প্রসার এবং মানবাধিকার ও গণতন্ত্র শক্তিশালী করার প্রচেষ্টাকে সহযোগিতা করতে কঠিন পরিশ্রম করব৷

ব্লুম বার্নিকাট আমার নিয়োগ চূড়ান্ত হলে, আমি সরকার, সুশীল সমাজ ও সব শ্রেণির বাংলাদেশির সঙ্গে কাজ করব যাতে সবচেয়ে বিস্তৃত ও ন্যায়সঙ্গত অংশ্রগ্রহণকে উত্‍সাহিত করে এমন একটি পরিবেশ নিশ্চিত করা যায়৷ অবাধ ও শান্তিপূর্ণ রাজনৈতিক মতপার্থক্যের আলোচনা এবং একটি স্বাধীন বিচারব্যবস্থা দ্বারা আইনের শাসনের প্রতি অনুগত হওয়াসহ শান্তিপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে এমন নীতির প্রচারণা করব৷ গ্রামীণ ব্যাংকের অব্যাহত কার্যকরিতা নিশ্চিত করতে ও এর অনন্য প্রশাসনিক কাঠামো সংরক্ষণ করতেও সরকারকে উত্‍সাহিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত৷