আইফোনের কল্যাণে অ্যাপলের মুনাফা ৭.৭ বিলিয়ন ডলার

দৈনিক বার্তা: বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৭.৭ বিলিয়ন ডলারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইফোনের বিক্রি বেঁড়ে যাওয়ায় মুনাফার পরিমাণ বেড়েছে। যদিও আইপ্যাডের বিক্রি কমেছে। এপ্রিল থেকে মে, এই তিন মাসে অ্যাপলের মোট আয়ের পরিমাণ ছিল ৩৭.৪ বিলিয়ন ডলার। আগের বছর একই সময়ের থেকে ১১.৬ শতাংশ বেশি। অ্যাপল জানিয়েছে, এই সময়ে আইফোনের বিক্রির পরিমাণ ছিল ৩৫.২ মিলিয়ন যা এর আগের তুলনায় ১৩ শতাংশ বেশি। আর এই আয়ের কারণে শেয়ারহোল্ডারদের জন্য প্রতি শেয়ারে ৪৭ সেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে অ্যাপল। অন্যদিকে, অ্যাপল জানিয়েছে, আইপ্যাডের বিক্রির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় ৯.২ শতাংশ কমে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১২.২৭ মিলিয়নে।