gaza

দৈনিক বার্তা- ২৮জুলাই,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গোলাবর্ষণের মধ্যেই চলছে মুসলমানদের ঈদ উদযাপন। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জাতিসংঘ প্রস্তাবিত ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলেও ইহুদিবাদী ইসরাইল তা মানেনি। আজ (সোমবার) গাজার উত্তরে জাবালিয়া এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় ইহুদিবাদী সেনারা গোলা বর্ষণ করে। এ ছাড়া, ঈদের দিনে আজ গাজার ওপর তিন দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। উপায়হীন হয়ে হামাসও থেমে থেমে রকেট হামলা চালাচ্ছে।

কোনো কোনো সংবাদমাধ্যম গাজার একটি স্কুল ভবনে ঈদ উদযাপনের খবর দিয়েছে। সেখানে একটি ভবনে অবস্থান করছেন ৩,০০০ ফিলিস্তিনি যার প্রতিটি কক্ষে রয়েছেন অন্তত ৩০ জন। তারা জানিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ কম্বল নেই, নেই খাদ্য ও পানি। কতদিন সেখানে থাকতে হবে তাও তাদের জানা নেই। কোথাও কোথাও ঈদের মাঠেই হচ্ছে জানাজার নামাজ।
এদিকে, ফিলিস্তিনের পশ্চিম তীরে জেরুজালেম শহরে ঈদের জামাতের পর গাজাবাসীর সমর্থনে মিছিল বের করলে তাতে বাধা দেয় ইহুদিবাদী সেনারা। ফলে সেখানে সংঘর্ষ বাধে। আল-খলিল এবং রামাল্লাহ শহরেও সংঘর্ষ হয়েছে। আল-আকসা মসজিদেও বিক্ষোভ করেছেন ফিলিস্তিনি জনগণ। এ সময় ইসরায়েলি সেনাদের তাজা গুলিতে তিন ফিলিস্তিনি আহত এবং তিনজন আটক হয়েছেন।