ওবায়দুল কাদের

দৈনিক বার্তা- ঢাকা,২৮জুলাই : এবারের ঘরমুখী মানুষের শতকরা নব্বই ভাগ যাতায়াতে সন্তুষ্ট বলে দাবি করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের৷সোমবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ দাবি জানান৷ এসময় যোগাযোগমন্ত্রী বলেন,আগামী বছরের মধ্যে মহাসড়কগুলোর চার লেনের কাজ শেষ হলে মানুষের আর বিড়ম্বনার শিকার হতে হবে না৷এবার ঘরে ফেরার পথে যে দশ ভাগ মানুষ ভোগান্তিতে পড়েছেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন যোগাযোগমন্ত্রী৷

পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শতভাগ না হলেও ৯০ ভাগ সফল হয়েছি৷ যাওয়ার সময়টা ভালো হয়েছে৷ আসার সময়টাও যেন ভালো হয়৷মন্ত্রী বলেন, ঈদের পরও সড়ক ও জনপথের প্রকৌশলী এবং সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে৷ বৃষ্টি ও অতিরিক্ত গাড়ির চাপে রাস্তায় সৃষ্ট ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে হবে৷ এ জন্য দায়িত্ব পালনে গাফিলতি করা যাবে না৷

তিনি বলেন, বৃষ্টি হওয়ায় রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মাঝে মাঝে মেরামত করতে হবে৷ এজন্য কেউ কাজে শৈথিল্য দেখাতে পারবে না৷ ঘরমুখো মানুষ আবার যখন ফিরে আসবেন, সেই পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে৷ দায়িত্ব পালনে গাফিলতি করা যাবে না৷ মন্ত্রী আরো বলেন,এবার ঈদে ঘরমুখো যাত্রায় আমরা মোটামুটি সফল হয়েছি৷ ঈদের পর ফিরতি যাত্রা আমাদেরকে নিরাপদ এবং বাধামুক্ত করতে হবে৷ যাওয়ার সময়টা ভালো হয়েছে৷ আসার সময়টাও যেন ভাল হয় সেদিকে আমাদের সজাগ থাকতে হবে৷ওবায়দুল কাদের বলেন, ঘরমুখো মানুষ আবার যখন ফিরে আসবেন, তখন পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে৷ দায়িত্ব পালনে গাফিলতি করা যাবে না৷

মন্ত্রী সড়ক ও জনপথ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করবেন, তাতে কোনো বাধা নেই৷ ঈদ সেরেই আবার রাস্তায় চলে আসবেন৷ কেউ কর্মে শৈথিল্য দেখাবেন না৷ এ সময় গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, সড়ক ও জনপথের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব হোসেন খান, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দিন আহমেদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মুহিবুল হক,গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মো. আমীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন৷

এদিকে,ঈদে সারাদেশের সড়কপথ যোগাযোগ স্বাভাবিক রাখতে ঢাকায় একটি নিয়ন্ত্রণ খুলেছে যোগাযোগ মন্ত্রণালয়৷ ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে৷ সোমবার সকাল থেকে নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর: ৯১১৩১৩৩ ও মোবাইল নম্বর: ০১৯৬৬৬২২০১৯-তে সড়কের সমস্যা বলা যাবে৷ এরপর তাত্‍ক্ষণিকভাবে সড়কপথ যোগাযোগ স্বাভাবিক রাখতে নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্দেশনা ও কাজ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে৷

আন্তঃমন্ত্রণালয়ের সভায় নিয়ন্ত্রণ কক্ষ খোলার সিদ্ধান্ত নেয়া হয়৷তখন বলা হয়,একজন যুগ্ম সচিব নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকবেন৷